কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে গ্রামে একজনই ভোটার

ডেইলি বাংলাদেশ টাঙ্গাইল সদর প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৮

টাঙ্গাইলের সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে ভোটার মাত্র একজন। এছাড়া কচুয়া গ্রামে ভোটার সংখ‌্যা মাত্র ১২ জন। নির্বাচন কমিশনের ভোটার তালিকায়ও গ্রাম দুটিতে যথাক্রমে একজন এবং ১২ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। কচুয়া গ্রামের একমাত্র ভোটারের নাম আব্দুর রহমান (৩০)। তিনি ঐ গ্রামের ঠান্ডু মিয়া ও হামেলা বেগম দম্পতির ছেলে।


স্থানীয়রা জানান, যমুনার ভাঙনে গ্রাম দুটি প্রায় বিলীন হয়ে গেছে। এসব গ্রামের অধিবাসীরা অন‌্যত্র আশ্রয় নিয়েছেন। এ কারণে ভোটারদের নাম তালিকায় নেই।


জেলা নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রের তালিকায় দেখা যায়, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৪৯২ জন। এরমধ্যে ধুলবাড়ি গ্রামে ১ হাজার ৪৯১ জন ও মাধবপুর গ্রামে একজন ভোটার রয়েছেন।


এছাড়া কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫৬২ জন ভোটার রয়েছেন। এরমধ্যে চরহুগড়া গ্রামে ২ হাজার ৫৫০ জন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।


উল্লেখ‌্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে