কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে: ইমরান উদ্দিন

প্রথম আলো ইমরান উদ্দিন প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ২২:২৭

ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ইতিমধ্যে প্রাণ গেছে ৩৭ জনের। হাসপাতালে আহত হয়ে ভর্তি শতাধিক দগ্ধ মানুষ। এ ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রভাষক মো. ইমরান উদ্দিন। তিনি নৌযান দুর্ঘটনা বিষয়ে গবেষণা করেছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।


প্রথম আলো: ঝালকাঠিতে লঞ্চে আগুন লেগে ইতিমধ্যে ৩৭ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা বাড়তে পারে। লঞ্চে আগুন লাগা এবং এত প্রাণহানির ঘটনা বোধ হয় সাম্প্রতিক সময়ে এটাই প্রথম।


ইমরান উদ্দিন: লঞ্চে আগুন লাগার ঘটনা এর আগে দু–একটা ঘটেছে। কিন্তু সেগুলো খুব বড় আকার নেয়নি। দেখা গেছে, ছোট আকারে আগুন লেগেছে। সেগুলো আবার অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে। হতাহতের খবর খুব বেশি শোনা যায়নি। লঞ্চে আগুন লেগে এত প্রাণহানির ঘটনা আমার জানামতে এটাই প্রথম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও