You have reached your daily news limit

Please log in to continue


নওগাঁ শহরজুড়ে ব্রিটিশ আমলের গাঁজা সোসাইটির হাজার কোটি টাকার সম্পদ

নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তি মোড়। এর চারপাশেই পড়ে রয়েছে গাঁজা সোসাইটির (গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির) কয়েক হাজার কোটি টাকার সম্পদ। শহরের প্রায় সব উন্নয়নেই গাঁজা মহলের অবদান আছে। মসজিদ, মন্দির, সেতু কিংবা চিকিৎসায় সবসময় অসামান্য ভূমিকা পালন করেছে গাঁজা সোসাইটির সম্পদ। 

তবে গাঁজা উৎপাদনকারীদের সেই সোনালি সময় এখন অতীত। অবৈধ দখল ও মামলায় জর্জরিত শত বছরের প্রাচীন গাঁজা উৎপাদনকারীদের এই বৃহত্তম সমবায় সমিতি। 

প্রধান দপ্তর ভবনসহ এই সমিতির নিজস্ব সম্পত্তির মধ্যে ৪০ একর জমি রয়েছে বলে লেখক ও গবেষক মো. খোসবর আলী লিখিত 'নওগাঁ জেলার ইতিহাস' এবং অধ্যাপক মোহাম্মদ শাসসুল আলমের এক প্রবন্ধে (রবীন্দ্র জার্নাল, সংখ্যা-১৫, ২০১৩) উল্লেখ করা হয়েছে।


কিন্তু সোসাইটির তথ্য বলছে, তাদের এখন ২৬ একর জমি রয়েছে। তবে কোথায় কতটুকু রয়েছে, তার কোনো হিসাব নেই বলে জানিয়েছে গাঁজা সোসাইটির অফিস। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন