পাকা টমেটোর চেয়ে কাঁচা টমেটোর বাজার ভালো
দেশে টমেটোর যে চাহিদা, তার একটি বিরাট অংশের জোগান দেন রাজশাহীর গোদাগাড়ীর চাষিরা। এই চাষিদের বিরুদ্ধে মৌসুমের আগাম বাজার ধরতে হরমোন ব্যবহার করে কাঁচা টমেটো পাকানোর অভিযোগ ছিল এত দিন। কারণ, প্রাকৃতিকভাবে টমেটো পাকতে পাকতে বাজার পড়ে যায়। তাই গোদাগাড়ীর চাষিদের একটা বড় অংশ এখন কাঁচা টমেটোই বিক্রি করেন, যা মাঠ থেকে সরাসরি ঢাকার কারওয়ান বাজারে চলে যাচ্ছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- টমেটো
- টমেটো চাষ