ঝালকাঠিতে চলন্ত লঞ্চে আগুন, ৩৮ জনের মৃত্যু
ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ যাত্রী নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী। এছাড়াও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ৩টার দিকে এমভি অভিজান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, লঞ্চটিতে প্রায় হাজারখানেক যাত্রী ছিল।
রাত ৩টা ২৮ মিনিটে এই দুর্ঘটনার সংবাদ পেয়ে ৩টা ৫০ মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সাার্ভিসের ১৫টি ইউনিট এতে অংশ নেয়।