You have reached your daily news limit

Please log in to continue


পোড়া লঞ্চ থেকে বেঁচে ফেরাদের বর্ণনায় সুগন্ধা ট্র্যাজেডি

ঝালকাঠির সুগন্ধ নদীতে আগুনে পোড়া অভিযান-১০ লঞ্চের ডেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া শীতবস্ত্র, ব্যাগ, জুতোর পাটি, তার মধ্যেই কী যেন খুঁজছিলেন এক নারী।

জানতে চাইলে বললেন, ওখানে তার লাগেজ ছিল, কাপড়চোপড়ের সঙ্গে আইডি কার্ড ছিল, আর ছিল ৬৫ হাজার টাকা। তার মুখে শোনা গেল ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়ার গল্প। 

মধ্যবয়সী ওই নারী বললেন, “আগুন যখন এখানে আসছে, আমি ঘুমে ছিলাম, বিকট একটা শব্দ আসছে, আমার ছেলে ১৩ বছর বয়স, এ বছর এইটে পরীক্ষা দিছে। ওরে আমি উঠাইছি।

“ও তো লম্বা হয়ে গেছে, ওরে টাইন্না এইখান থেকে ওইখানে নিছি। মানুষ আর মানুষ। ছেলে তো সাঁতার জানে না, যখন সবাই লাফ দেয়, আমার তো লাফ দেওয়ার ই নাই, ছেলে বাঁচবে না, আমি বেঁচে কী করব?”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন