সংঘর্ষের মামলায় আসামি ২ হাজার, বাড়িঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা
হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মাসুক আলী।
ওই ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বুধবার মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অনেকেই ইতোমধ্যে শহর ছাড়া হয়েছেন। গ্রেফতার আতঙ্কে তারা বাড়িঘর ছেড়েছেন- এমন দাবি করেছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে