কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মধ্য এশিয়ার দিকে নজর রাখছে ভারত

প্রথম আলো এমকে ভদ্রকুমার প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ২০:৪৩

ভারত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অতিথি হিসেবে মধ্য এশিয়ার পাঁচ দেশ—তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান ও কিরগিজস্তানের নেতাদের আমন্ত্রণ জানাচ্ছে। এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। কারণ, আফগানিস্তানে তালেবান দখলদারি মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ক্ষেত্রকে বিপর্যস্ত করেছে। সে কারণে এ অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলছে।


দূরবর্তী দেশ থেকে ‘গ্ল্যাডিয়েটররা’ ক্রমবর্ধমান মাত্রায় এ অঞ্চলে ধেয়ে আসছে। তারা এ অঞ্চলে উদ্বেগ বাড়াচ্ছে। ‘গ্রেট গেম’টি (উনিশ শতকের বেশির ভাগ সময় ও বিশ শতকের প্রথম ভাগে আফগানিস্তান এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার অঞ্চলে প্রাধান্য বিস্তার নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে চলা রাজনৈতিক এবং কূটনৈতিক দ্বন্দ্বকে ‘গ্রেট গেম’ বলা হয়) দীর্ঘদিন ছায়ারূপ থেকে কায়া রূপ নিয়ে কেন্দ্রের মঞ্চে উঠতে শুরু করেছে। এটি উদ্বেগের বিষয়। এ অঞ্চলে প্রাধান্য বিস্তার করতে পারলে যে বিপুল বস্তুগত লাভ অর্জন করা সম্ভব এবং তার জন্য যে কাবুলকে হাতে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তা সব পক্ষই বুঝতে পারছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও