প্রস্তাবিত রামমন্দিরের আশপাশে জমি কেনার হিড়িক
ভোটের আগে বিড়ম্বনা এড়াতে উত্তর প্রদেশ সরকার অযোধ্যায় জমি কেলেঙ্কারির অভিযোগ তদন্তের নির্দেশ দিল। উত্তর প্রদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব নভনীত সেহগল গত বুধবার রাতে জানান, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এই তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে জমি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও বহুজন সমাজ নেত্রী মায়াবতী।
দুই দিন ধরে অযোধ্যায় প্রস্তাবিত রামমন্দিরের আশপাশে জমি কেনাবেচায় এই কেলেঙ্কারির খবর সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এ ফলাও করে প্রকাশিত হচ্ছে।