মৎস্যজীবীদের জালে বন্দি বিশ্বের বৃহত্তম মাছ! অতিকায় প্রাণী ঘিরে চাঞ্চল্য অন্ধ্রের সৈকতে

www.sangbadpratidin.in প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৮:০৯

তাদের বাস গভীর সমুদ্রের অন্ধকার প্রদেশে। মৎস্যজীবীদের জালে বন্দি হয়ে সেই হোয়েল শার্কদেরই একজন ধরা পড়ল অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। বন দপ্তরের তৎপরতায় ২ টন ওজনের মাছটিকে ফিরিয়ে দেওয়া হল সমুদ্রে। কারণ বিশ্বের বৃহত্তম মাছ (World’s largest fish) হোয়েল শার্ক এক অতি বিপন্ন প্রজাতি। এই পৃথিবীর জীবজগতের ভারসাম্য রক্ষার জন্য় তাদের বেঁচে থাকা একান্তই দরকার।


বিশাখাপত্তনমের তনতড়ি সমুদ্র সৈকতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই অতিকায় মাছটি। এরপর খবর পেয়ে সেখানে হাজির হন বন দপ্তরের কর্মীরা। তাঁদের তত্ত্বাবধানে মাছটিকে ফের ফিরিয়ে দেওয়া হয় সমুদ্রে। যদিও কাজটি সহজ ছিল না। জেলা বন আধিকারিক তথা ডিএফও অনন্ত শংকর জানিয়েছেন, ”কীভাবে নিরাপদে মাছটিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া হবে তা খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল মৎস্যজীবীদের। কিন্তু কাজটা ছিল শ্রমসাধ্য। শারীরিক ও মানসিক, দুই দিক থেকেই। বন দপ্তরের দুর্দান্ত সহযোগিতায় শেষ পর্যন্ত মৎস্যজীবী ও বন্যপ্রাণ সংরক্ষণকারীরা ২ টন ওজনের মাছটিকে জীবন্ত অবস্থাতেই সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়। এবং পুরো বিষয়টিই সাফল্যের সঙ্গে করা সম্ভব হয়েছে। হোয়েল শার্কটি সাঁতরে সমুদ্রের গভীরে চলে গিয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও