ট্রেন্ডে আছে বিয়ের আগের আর পরের ফটোশুট

প্রথম আলো প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

২০২০ সালের ৩১ ডিসেম্বর রাত ১২টা। সেই সময় কেবল ঢাকার নয়, সারা বাংলাদেশের আকাশে তারা হয়ে উড়েছে হাজার হাজার ফানুস। মহামারিকালের সব থেমে থাকাকে বিদায় জানিয়ে স্বাভাবিক জীবনে ফেরার তীব্র তাড়না প্রকাশিত হয়ে পড়েছে উড়ন্ত ফানুশের ভেতর দিয়ে। সেই তাড়না দেশের ফ্যাশনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আন্তর্জাতিকভাবে ফ্যাশন দুনিয়ার জন্য ২০২১ সাল ছিল স্বাভাবিক ছন্দে ফেরার বছর। আর সেই ছন্দে শামিল হয়েছে বাংলাদেশও।


বিশ্ব ফ্যাশনে ট্রেন্ডি একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে টেকসই ফ্যাশন। অবশ্য বাংলাদেশের নিম্নবিত্ত আর নিম্নমধ্যবিত্ত মানুষ আগে থেকেই রিসাইকেল (পুনর্ব্যবহার), আপসাইকেল (পুরোনোকে নতুন করে ব্যবহার) আর টেকসই ফ্যাশনে বিশ্বাসী। শাড়ি কেটে জামা বানানোর সংস্কৃতি আমাদের বহু পুরোনো। আবার পুরোনো শাড়ি, ওড়না দিয়ে কাঁথা বানিয়ে ফেলা হয় হরহামেশাই। উচ্চবিত্ত ফ্যাশনেও এখন ঢুকে পড়েছে এই রিসাইকেলের ধারণা। বাংলাদেশে প্রায় সব শ্রেণির মধ্যে সমান জনপ্রিয় ‘থ্রিফট শপিং’ (রিসাইকেল বা আপসাইকেল করা পোশাক কেনাবেচা)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও