আইন করে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব?

বাংলা ট্রিবিউন প্রভাষ আমিন প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৪৯

পাঁচ বছর পরপর আমাদের রাজনৈতিক দল এবং সুশীল সমাজের একটি আইনের কথা মনে পড়ে যায়। সংবিধানের ১১৮(১) বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনও আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।’ কিন্তু ৫০ বছরেও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনও আইন প্রণীত হয়নি। এ নিয়ে পাঁচ বছর কারও কোনও মাথাব্যথাও থাকে না।


মেয়াদ শেষে নতুন কমিশন গঠনের বিষয়ে আলোচনা শুরু হলেই রাজনৈতিক দল এবং সুশীল সমাজের ঘুম ভাঙে। নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের বিষয়ে কারও কোনও দ্বিমত থাকে না। সবাই আইনের প্রয়োজনীয়তার কথা বলেন। কিন্তু শেষ মুহূর্তে বিকল্প পন্থায় নির্বাচন কমিশন গঠিত হয়ে যায়। এবং পরের পাঁচ বছর আমরা সবাই আবার শীতনিদ্রায় ঢলে পড়ি। আইন না করার জন্য এখন সবাই আওয়ামী লীগকে দুষছে। আওয়ামী লীগের দায় অবশ্যই আছে। শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। সময়ের হিসাবে আওয়ামী লীগের দায় বেশি হলেও বিভিন্ন মেয়াদে ক্ষমতায় থাকা বিএনপি এবং জাতীয় পার্টিও দায় এড়াতে পারবে না। জিয়া ও এরশাদের সামরিক শাসনের আমল না হয় বাদই দিলাম। স্বৈরাচার পতনের পর গণতান্ত্রিক আমলেও বিএনপি তিন দফায় ক্ষমতায় ছিল। তাই নির্বাচন কমিশন গঠনে আইন না হওয়ার দায় সবাইকে নিতে হবে। তবে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হলেই কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের লেখা।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও