যখন চিঠি যেত মিসাইলে চড়ে...
www.tbsnews.net
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৪৩
১৯৩০ সালে জার্মানির বার্লিনে রকেট ইঞ্জিনের পরীক্ষা চালাচ্ছেন হারম্যান ওবার্থ। ছবি: ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউসজিয়াম, স্মিথোসিয়ান ইনস্টিটিউশন।
এই সেদিনই শচীনকর্তা গেয়েছিলেন, 'সুজন মাঝিরে ভাইরে কইও গিয়া, না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা'। অপেক্ষার সঙ্গে আরো একটি বিষয় এখানে ভাবার মতো। ভেঙে বলি- বোন বসে আছে নদীর তীরে, মাঝি যাচ্ছে নৌকা ঠেলে, বোন তাঁকে ডাকছে সুজন মানে ভালো মানুষ নামে আর বলছে যদি আসার সময় না পায় ভাই তবে যেন অন্তত স্বপনে দেখা দেয়। এখন প্রশ্ন ঘুরছে কয়েকটা মনে, বোন কি লিখতে জানে না নাকি তাঁর বাবার বাড়িতে ডাক পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না? তাহলে বোনের কষ্ট মিটল কীভাবে?