বিদ্রোহীদের চাপে বেকায়দায় নৌকার প্রার্থীরা

কালের কণ্ঠ ঘাটাইল প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:০২

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উঠান বৈঠক, পথসভা ও মাইকিংসহ শেষ মুহূর্তের নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রতিদ্বন্দ্বী সব কয়টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে দেউলাবাড়ি ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও প্রতিটি ইউনিয়নে রয়েছে বিএনপির ঘরানার প্রার্থী। বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে আলাপ করে জানা যায় বিদ্রোহী চাপে বেকায়দায় আছে নৌকার প্রার্থীরা। নৌকার বিদ্রোহীদের কারণে কোনো কোনো ইউনিয়নে এর সুবিধা পেতে পারে বিএনপি ঘরানার প্রার্থীরা। এদিকে সুষ্ঠু ভোট নিয়ে শংকা প্রকাশ করেছেন নৌকার বিদ্রোহী ও বিএনপি ঘরানার চেয়ারম্যান প্রার্থীরা। ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শংকা রয়েছে।


দেউলাবাড়ি ইউনিয়নের বিএনপি ঘরানার আনারস প্রতীকের প্রার্থী ও তার কর্মীদের অভিযোগ প্রচারণায় বাধা ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে নৌকার সমর্থকরা। কয়েকটি সমাবেশে হামলা চালিয়ে ভণ্ডুল করার অভিয়োগ করেণ তারা। উল্টো একই অভিযোগ করেছেন নৌকার প্রার্থী সুজাত আলীর সমর্থকরা। পাল্টাপাল্টি একই রকমের অভিযোগ করেছেন দিঘলকান্দি, দিগড়, লোকেরপাড়াসহ অন্যান ইউনিয়নের নৌকার বিদ্রোহী ও বিএনপি ঘরানার প্রার্থীরা। তারা এনিয়ে জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও