You have reached your daily news limit

Please log in to continue


সৃজনে বরনে নাট্যকলার কথকতা

১৭ ও ১৮ ডিসেম্বর ২০২১ তির্যক নাট্যদলের আয়োজনে চট্টগ্রাম গিয়েছিলাম। দুই দিনব্যাপী এই আয়োজনে সারা দেশের ৫০ জন সৃজনশীল নাট্যকর্মী একত্র হয়েছিলেন। উদ্দেশ্য মুক্তিযুদ্ধের ফসল নাটক নিয়ে দুই দিনব্যাপী সৃজনের আলাপন এবং সেই সঙ্গে চট্টগ্রামের নাট্যনির্দেশক, অভিনেতা, সংগঠক আহমদ ইকবাল হায়দারের একুশে পদক প্রাপ্তির অর্জনকে ভাগ করে নেওয়া। বাংলাদেশে যা কিছু হয় তা ঢাকাকেন্দ্রিক। ঢাকার বাইরের নাট্যকর্মীরা অনেক বড় বড় আয়োজন, উৎসব করলেও ঢাকায় বা জাতীয়ভাবে সংবাদে জায়গা পান না, স্বীকৃতিও পান না। নাটকের ক্ষেত্রে ঢাকার বাইরের নাট্যকর্মীরা সবকিছু থেকেই বঞ্চিত হন। প্রথমবার বরিশাল থেকে একুশে পদক পেয়েছিলেন নাটকের ক্ষেত্রে নিখিল সেন এবং দ্বিতীয়বার পেলেন চট্টগ্রামের আহমদ ইকবাল হায়দার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন