সম্পদের হিসাব দিতে মন মানে না কেন?
প্রথমে একটি বিষয় একটু জেনে নিই। মন হালকা করে উত্তর দেবেন কিন্তু। শৈশবে চকলেট–চিপস বা কোল্ড ড্রিংকস কি খুব ভালো লাগত?
উত্তর হ্যাঁ হলে, বলুন তো—বড়দের কাছে চকলেট–চিপসের আবদার করার পর কখনো কি তাঁরা জানতে চেয়েছেন যে, ‘এই আজকে কয়টা খেয়েছিস?’ সঠিক উত্তর দিতেন, নাকি ঢপ? এই যেমন, সরল মুখে হয়তো দিব্যি কেটে বলে দিতেন, ‘আজ তো মুখেই ওঠেনি!’
- ট্যাগ:
- মতামত
- শৈশব
- সম্পদের হিসাব