You have reached your daily news limit

Please log in to continue


২০২১ সালে ঘর ভেঙেছে যাঁদের

চিরদিন কাহারও সমান নাহি যায়—এ বচন যেন শাশ্বত। জীবনে উত্থান-পতন আছে, থাকবে। একসময় যে বন্ধন প্রকাশ্য, সে বন্ধনই প্রকাশ্যে ছিড়ে যেতে পারে। বলিউড যুগলদের ক্ষেত্রেও একই। ২০২১ সালে বেশ কয়েক জন তারকার বিবাহবিচ্ছেদ হয়েছে। এমন খবরে আহত হন তারকাদের অনুরাগীরাও। নানা কারণেই সংসার ভাঙতে পারে।

আসুন, এক ঝলকে কয়েক জনের গল্প শোনা যাক— কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল ২০১৬ সালে বিয়ে করেন কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল। ২০২১ সালের এপ্রিলে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার ঘোষণা দেন কীর্তি কুলহরি। কীর্তি একটি ছোট নোট সামাজিক পাতায় শেয়ার করেন, যেখানে বলা ছিল তাঁরা যৌথ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের সংসার টিকেছিল পাঁচ বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন