You have reached your daily news limit

Please log in to continue


চীনের জিয়ানের সোয়া কোটি মানুষ গৃহবন্দি

চীনে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানের আর কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির উত্তরাঞ্চলের জিয়ান শহর লকডাউন করা হয়েছে। এতে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চীনের শানজি প্রদেশের এই রাজধানী শহরের বাসিন্দাকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

বিশেষ ক্ষেত্র ছাড়া শহরটির সব পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে নাগাদ লকডাউন উঠবে তা স্পষ্ট করে বলা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, লকডাউনের নিয়ম অনুযায়ী দুই দিন পরপর একটি পরিবার থেকে একজন প্রয়োজনীয় কেনাকাটা করতে বাইরে বের হতে পারবে। জিয়ানে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন