![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/12/23/computer-keyboard-231221-01.jpg/ALTERNATES/w640/computer-keyboard-231221-01.jpg)
বেসিস নির্বাচন: দুই প্যানেল মুখোমুখি হচ্ছে ২৬ ডিসেম্বর
দেশের সফটওয়্যার নির্মাতা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নির্বাহী কমিটির ২০২২-২০২৩ নির্বাচন হবে ২৬ ডিসেম্বর। দুই বছর মেয়াদে ১১টি পদের জন্যে এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে।এবারের নির্বাচনে সংগঠনটির সাবেক সভাপতি হাবিবুল্লাহ নিয়ামুল করিমের নেতৃত্বে প্যনেলটির নাম ‘সিনার্জি স্কোয়াড’। এর বিপরীতে সংগঠনটির সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ।
তার নেতৃত্বে প্যানেলটির নাম ‘ওয়ান টিম’। বেসিসের উদ্যোক্তা সদস্য এবং দুই মেয়াদের প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম এবং তার প্যানেলের মূল বক্তব্য হিসেবে বলছেন সবকিছুর কেন্দ্রে সদস্যদের রাখার কথা। তিনি দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন। রাসেল তার প্যানেলের লক্ষ্য হিসেবে বলছেন, ‘এভরি মেম্বার ম্যাটার্স’। পারস্পরিক মূল্যবোধ, সচেতনতা, শ্রদ্ধাবোধ, নলেজ শেয়ারিং এবং সর্বোপরি সকল সদস্যের সম-অধিকার নিশ্চিত করে সম্মিলিতভাবে এগিয়ে চলার কথা বলছেন তারা।