বারান্দাভর্তি ডায়রিয়া রোগী, প্রতিদিন আসছে ৫০-৬০ শিশু

ঢাকা পোষ্ট চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৪:০৮

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। রোটা ভাইরাসের প্রভাবে শীতের হিমেল হাওয়ায় ডায়রিয়া বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেডের তুলনায় ৫-৭ গুণ বেশি রোগী, ফলে জায়গা দেওয়া হয়েছে হাসপাতালের বারান্দায়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শীতকালীন রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত ৫০-৬০ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।


শীতের সময়ে মেঝেতে করুণ অবস্থা রোগী ও স্বজনদের। শীতের তীব্রতা ও ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে বিশেষ ব্যবস্থা নিয়ে বারান্দার চারদিকে কাপড় দিয়ে ঘিরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুর স্বজনরা ওষুধ না পাওয়ার অভিযোগ করছেন। তবে পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে অভিভাবকদের বাড়তি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও