ভারতে অমিক্রন পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন মোদি

dhakaprokash24.com ভারত প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৩:৩২

দেশে অমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি বিচার করতে আজ বৃহস্পতিবার বিশেষ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি বৃহস্পতিবার আলোচনা করবেন।


আজ সন্ধ্যে সাড়ে ছ'টায় হবে এই বৈঠক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রকের পদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন। করোনার দ্বিতীয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওমিক্রণ সংক্রমণ ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী।


আপাতত ভারতের ১৫টি রাজ্যে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১৩। আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশে রোগ সেরে গিয়েছে, অথবা তারা অন্যত্র সরে গিয়েছেন, এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক, তখনই এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও