কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হিরণ্ময় ভবিষ্যতের পথে বাংলাদেশ

সমকাল এইচ. এন. আশিকুর রহমান প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৪০

স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ'-এর যুগলবন্ধন ও যুগসন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে। নতুন উদ্যমে আমাদের পুনঃপরিচয় ও শিকড়ের সন্ধানে আমরা প্রাণবন্ত ও সঞ্জীবিত।


আমরা যুগে যুগে উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করেছি খালি হাতে, লড়াই করেছি পাকিস্তানিদের সঙ্গে, ছিনিয়ে এনেছি স্বাধীনতা। সূর্য সেন, প্রীতিলতা, হাজী শরীয়তউল্লাহ, ক্ষুদিরাম, 'কোনঠে বাহে' নুরলদীন, মজনু ফকির, বাঘা যতীন, তিতুমীর, ভাসানী, চিত্তরঞ্জন, সুভাষ, রবীন্দ্রনাথ, নজরুলসহ আরও অনেকে আমাদের অনায়াস গৌরব ও আমাদের মাটি থেকে তাদের স্বাভাবিক ও স্বতঃস্ম্ফূর্ত উৎপত্তি। বস্তুত আমাদের অস্তিত্ব ঘিরে আছে সংগ্রাম, তেজস্বিতা ও সীমাহীন মমতার এক আশ্চর্য সৌকর্য।


দীর্ঘদিনের পরাধীনতার গ্লানি, শাসন-শোষণ ও প্রতারণা বাঙালির সংগ্রামী ও বীর্যমান চরিত্রকে অস্পষ্ট করেছে। কিন্তু চিরকালই বীরধারা ও অধিকার হরণের বিরুদ্ধে প্রবল ক্রোধ এবং প্রয়োজনে শ্রেষ্ঠ আত্মত্যাগের অনায়াস ক্ষমতা অন্তঃসলিলা স্রোতে বাংলার মানুষের চরিত্রের মধ্যে প্রবাহিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও