৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

ঢাকা টাইমস দৌলতদিয়া লঞ্চ ঘাট, রাজবাড়ী প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১০:৩৪

পদ্মায় ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৯ ঘণ্টার বেশি সময় পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার পর ফেরি চলাচল শুরু হলে দীর্ঘসময় ধরে ভোগান্তিতে থাকা যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমে আসে। এখন পাটুরিয়াঘাট এলাকায় নৌপথ পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে ঘন কুয়াশার কারণে ফেরির দিক নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। শীত আর কুয়াশার মধ্যে বাসের যাত্রী, যানবাহনের চালক ও সহযোগীরা ভোগান্তিতে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও