পঞ্চম ধাপের ইউপি ভোটে নৌ ও যান চলাচলে নিষেধাজ্ঞা
পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন, ভোটের আগে ও পরে নৌ ও যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ট্রাক, পিকআপসহ লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিন চালিত যেকোনো ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একইভাবে ৫ জানুয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ৪ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্চিন চালিত সব ধরনের নৌ-যান এবং স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ২ সপ্তাহ আগে
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
৭ মাস, ২ সপ্তাহ আগে
৭ মাস, ৩ সপ্তাহ আগে
৭ মাস, ৪ সপ্তাহ আগে
৭ মাস, ৪ সপ্তাহ আগে