ঢাকার রাস্তায় লাঠিয়াল
সমকাল
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:২৪
৪ ডিসেম্বর, রাত ১১টা। দোলাইরপাড় মোড়ে লাঠি হাতে আগ্রাসী তিন তরুণ। ঢাকার কেরানীগঞ্জে পণ্য নামিয়ে ট্রাক নিয়ে জুরাইন হয়ে নারায়ণগঞ্জ ফিরছিলেন চালক মোস্তফা। ট্রাক থামাতে লাঠিয়াল তিন তরুণের ইশারা। ভীত চালক থামালেন ট্রাক। চালকের কাছে তারা চাইলেন ১০০ টাকা 'সিটি টোল'। এই চাঁদা দিতে না চাইলে চালকের সঙ্গে তরুণ দলের চলে বচসা। লাঠিয়ালরা ট্রাকের চাবি কেড়ে নিতে চাইলে তাদের হাতে ৫০ টাকা গুঁজে দিয়ে চালক টান দেন গাড়ি।
ঘটনাস্থল থেকে ট্রাক অনুসরণ করে একটু এগিয়ে কথা হয় চালক মোস্তফার সঙ্গে। তিনি বলেন, 'এক জেলা থেকে অন্য জেলায় যেতে ঢাকার রাজপথ পার হওয়ার সময় পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান থেকে সিটি টোল নেওয়ার নিয়ম নেই। তার পরও দিতে হলো। নিয়মিতই চলছে এই নৈরাজ্য।'