বিশ্বের প্রথম এসএমএস এক লাখ ডলারে বিক্রি

dhakaprokash24.com ফ্রান্স প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

বিশ্বের প্রথম এসএমএস বিক্রি হলো এক লাখ সাত হাজার ডলারে। এর ক্রেতা একটা ডিজিটাল সার্টিফিকেটও পেয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।


গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোনের আহ্বানে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে।


নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ভোডাফোন কোম্পানি জাতিসংঘের শরণার্থী সংস্থাকে দিয়েছে।


বিশ্বের এই প্রথম এসএমএস ছিল খুবই ছোট, তাতে লেখা হয়েছিল–‘মেরি ক্রিসমাস’। এই এসএমএসটি ১৯৯২ সালের ৩ ডিসেম্বর করা হয়েছিল। প্রোগ্রামার নিল প্যাপওয়ার্থ মেসেজটি তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে করেছিলেন। রিচার্ড তখন ক্রিসমাস পার্টিতে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও