বিছানায় দুই মেয়ের মরদেহ, রশিতে ঝুলছেন মা
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিছানায় দুই মেয়ে ও সিলিং ফ্যানে ঝুলন্ত মায়ের মরদেহ ঘিরে রেখেছে পুলিশ। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিম আসার অপেক্ষায় বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বাড়িটি ঘিরে রাখে তারা। মৃতর হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের স্ত্রী জিসান আকতার (২৫) এবং তাদের মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিন (২)।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, শহিদুল হক ও তার ভাই জিয়াউল হক লবণের ব্যবসা করেন। সকালে লবণ নিয়ে শহিদুল হক মহেশখালী গেছেন বলে জেনেছি। সন্ধ্যায় আমরা যখন পুলিশসহ ঘটনাস্থলে যাই তখনও শহিদুল হক কর্মস্থল থেকে ফিরেননি। স্থানীয় সূত্র জানায়, শহিদুল হক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অল্পসময়ে ব্যবসায় সফলতা পাওয়ায় তার পরিবার ভালোই চলতো। কিন্তু পরিবারে কোনো ধরনের কলহ ছিল কিনা তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়েদের বিষ খাইয়ে মারার পর নিজেই ফাঁসিতে ঝুলেন শহিদুল হকের স্ত্রী।