You have reached your daily news limit

Please log in to continue


মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানী এখন সৌদি আরব

গত এক মাসে তিনটি বড় চালান আটকের মধ্য দিয়ে সৌদি আরবে মাদক সমস্যার আসল চিত্রটি ফুটে উঠেছে।

এর মধ্যে প্রথম চালানে সিরিয়ান সরকারের বিরল সহযোগিতায় ক্যাপটাগন নামে ৫০০ কেজিরও বেশি অ্যামফেটামাইনের একটি চালান বাজেয়াপ্ত করা হয়। একটি পাস্তার চালানে লুকিয়ে এই মাদক সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

পরে আমদানি করা এলাচের একটি চালান থেকে উদ্ধার করা হয় আরও তিন কোটি নেশার ট্যাবলেট। সবশেষ ডিসেম্বরের মাঝামাঝিতে জর্ডান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে পাচারের সময় ক্যাপটাগন মাদকের ৪০ লাখ পিল আটক করেছে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। এই পিল একটি কফির চালানে লুকিয়ে রাখা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন