কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে হাইকোর্টের রুল পুনর্বিবেচনার দাবি

জাগো নিউজ ২৪ জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৭:৫৮

ব্যাটারিচালিত ইজিবাইক আমদানি, বিক্রি ও চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের দেওয়া রুল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। এছাড়া এ সংক্রান্ত খসড়া নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে লাইসেন্স প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।


সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর হীন স্বার্থে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত চলছে। এ চক্রান্তে আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। এ খাতে চালক, মেকানিক, যানবাহন মালিক, গ্যারেজ মালিকসহ আত্মকর্মসংস্থানে নিয়োজিত ৫০ লাখ মানুষ রয়েছেন। তাদের ওপর নির্ভরশীল আছে আড়াই কোটি মানুষ। তাই এই আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় হাইকোর্টর দেওয়া রুল পুনর্বিচেনা করার জন্য আদালতের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও