চিনে খুঁজে পাওয়া গেল ৮০০০ বছরের পুরনো মদ, কী রয়েছে তাতে?
www.sangbadpratidin.in
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৩৯
বছর শেষে কমেছে মদের দাম। তাতে খুশির আবহ বিভিন্ন মহলে। চিনের প্রত্নতত্ত্ববিদরা খুশি অন্য কারণে। ৮০০০ বছরের পুরনো মদ (Alcohol) খুঁজে পেয়েছেন তাঁরা। তা নিয়ে সরগরম আন্তর্জাতিক গবেষক মহলও।
জানা গিয়েছে, গত শুক্রবার ৮০০০ বছরের পুরনো এই মদের সন্ধান পান চিনের (China) প্রত্নতত্ত্ববিদরা। হেনান প্রদেশের পেইলিগ্যাং এলাকায় পাওয়া গিয়েছে এই পুরনো মদ। যা রাখা ছিল একটি মাটির পাত্রে। পাশে আরও একটি মাটির পাত্র পাওয়া গিয়েছে। শোনা যায়, চিনের অত্যন্ত পুরনো একটি জনবসতি পেইলিগ্যাং। সেখান থেকে পাওয়া এই মদ আট হাজারেরও বেশি পুরনো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- ট্যাগ:
- জটিল
- মদের দোকান
- মদ ক্রয়