২ দিনের জন্য উট ভাড়া ৪৫ কোটি টাকা!

www.tbsnews.net প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৩৭

সৌদি আরবে সম্প্রতি রেকর্ড পরিমাণ দামে ভাড়া করা হয়েছে একটি উট। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাত্র ৪৮ ঘণ্টার জন্য একটি উট ভাড়া করতে ৪৫ কোটিরও বেশি টাকা (২০ মিলিয়ন সৌদি রিয়াল ) গুণতে হয়েছে এক সৌদি নাগরিককে।


সৌদি আরবের ক্যামেল ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফাহদ বিন ফালাহ বিন হিথলিন সেই উটটি ভাড়া নেওয়ার একটি ডকুমেন্টেরি ভিডিও শেয়ার করেছেন।


বিন হিথলিন টুইট করেন, "আজ উটের জগতের একটি ঐতিহাসিক দিন। উট মালিক আবদুল্লাহ বিন ওদেহ এবং আব্দুল্লাহ আল দাব্বুস ২০ মিলিয়ন রিয়ালে ৪৮ ঘন্টার জন্য সবচেয়ে দামি উট ভাড়ার চুক্তি স্বাক্ষর করেছেন।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও