ক্যারিয়ার লম্বা করতে খেলোয়াড়েরা কত কিছুতেই ছাড় দেন। কেউ কেউ খাদ্যাভ্যাস বদলান, আবার কেউ পছন্দের খাবার খাওয়া ত্যাগ করেন। লিওনেল মেসিও ব্যতিক্রম নন। একসময় কোমল পানীয়, পিৎজা থেকে শুরু করে যাবতীয় ফাস্টফুড ছিল যাঁর প্রিয় খাবার, সেই মেসিই ৯০ মিনিট একই গতিতে দৌড়াতে খান তাজা ফল, শাক-সবজি, জলপাইয়ের তেলে মাখানো সালাদ, বাদামি চালের মতো খাবার।
তবে এসবের বাইরেও একটি বিশেষ পানীয় আছে, যা মেসি-নেইমার-এমবাপ্পেদের খেলতে নামানোর আগে খাওয়ানো হয়। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ফুটবল মোশন’-এর সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া একটি লাইভ অনুষ্ঠানে সে তথ্যই ফাঁস করেছেন আন্দের হেরেরা।