You have reached your daily news limit

Please log in to continue


একটি আমের দাম ১৬৮০, লেবু ৬৫০ টাকা

রাস্তার মোড়ের পাশে খোলা ফলের দোকান। তাতে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ফল। রয়েছে লাল-হলুদ রঙের আমও। একেকটি আমের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি ১০০ গ্রাম। সাজিয়ে রাখা আমের মধ্যে থেকে একটি আম নিয়ে ওজন করা হলো। পরিমাপে ১ কেজি ৫০ গ্রাম। ১৬০০ টাকা কেজি হিসেবে আমটি নিতে হলে ক্রেতাকে গুনতে হবে ১৬৮০ টাকা। অস্ট্রেলিয়ান সূর্যডিম আমের পসরা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে বসে আছেন বিক্রেতা হযরত আলী। 

হযরত আলীর ফলের দোকানে পেয়ারা ও তরমুজ ছাড়া বাকি সবগুলো ফলই বিদেশি। অস্ট্রেলিয়ান সূর্যডিম আম ছাড়াও এখানে আরও রয়েছে থাইল্যান্ডের জাম্বু ফলজি বা থাইকিউ জাই আম, চায়না হানি পামেলো লেবু (বাতাবি লেবু), রাম্বুটান, মিশরের কাঁচা খেজুর, থাইল্যান্ডের সুমিষ্ট আতা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন