![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fd3d591f3-37a1-4dd1-a65c-175463449dee%252Fprothomalo_AVijit_1.jpg%3Frect%3D0%252C46%252C2400%252C1260%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252Febc47d93-19bc-4069-a224-7bdcb11cfab3%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বাংলাদেশে ২০১৫ সালে একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বাংলাদেশি শাখার হাতে নিহত হন লেখক অভিজিৎ রায়। এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যাপারে তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আওতাধীন ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ (আরএফজে) অফিস পুরস্কার ঘোষণা করেছে। সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে, পুরস্কারের পরিমাণ ৫০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪২ কোটি টাকার বেশি। অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলায় তিনি নিহত যান। চাপাতির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক এবং এখন যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্রের ঘোষণায় বলা হয়েছে, অভিজিৎ হত্যায় দণ্ডিত পলাতক সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেনসহ জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিলে তাঁকে ৫০ লাখ ডলার দেওয়া হবে।