প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১১:৪৩

সস্তা ও সহজলভ্য হওয়ার কারণে বাংলাদেশে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার উত্তরোত্তর বেড়েছে। কিন্তু প্লাস্টিকের এ যথেচ্ছ ব্যবহার যে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এবং মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, সে বিষয়ে আমরা সচেতন নই। সোমবার রাজধানীতে ‘টুওয়ার্ডস মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর প্লাস্টিক ম্যানেজমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞদের কথায় এ উদ্বেগের কথাটিই উঠে এসেছে।


গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ সালে রাজধানীতে মাথাপিছু ২৩ কেজি প্লাস্টিকের ব্যবহার করা হয়, যা ২০০৫ সালে ছিল ৯ কেজি। ঢাকার বাইরে ২০০৫ সালে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার করা হতো ৩ কেজি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯ কেজিতে। দেশে সারা বছর যে পরিমাণ বর্জ্য তৈরি হয়, তার ১০ শতাংশ প্লাস্টিক পণ্য থেকে আসে। প্লাস্টিক বর্জ্যের ৪৮ শতাংশ মাটিতে পড়ে আর ৩৭ শতাংশ পুনরায় ব্যবহৃত হয়; ১২ শতাংশ পড়ে খাল-নদীতে এবং ৩ শতাংশ নালায় গিয়ে মেশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও