আল্লাহ ও পরকালে বিশ্বাসীদের জন্য বিশেষ ৩ আমল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১০:৫৯

ইসলামের দরজা সবার জন্য উন্মুক্ত। এ দরজায় যারাই প্রবেশ করে তারাই সম্মানিত হয়। কারণ ইসলামের প্রতিটি কথাই যে সুন্দর। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জীবনে শুধু মানুষের কল্যাণেই কাজ করে গেছেন। পথ দেখিয়েছেন কিভাবে সাজাতে হবে নিজেদের জীবন। তাঁর প্রতিটি হাদিসই যেন মুক্তামালা। তেমনি আল্লাহ ও পরকালে বিশ্বাসী বান্দার জন্য ৩টি আমলের কথা বলেছেন তিনি। দুনিয়া ও পরকালের শ্রেষ্ঠত্ব লাভে আমলগুলো সত্যিই অসাধারণ। আমল তিনটি কী?


যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তিনটি দায়িত্ব যথাযথভাবে পালন করে। এ দায়িত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ আমল। হাদিসে পাকে এসেছে- হজরত আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহকে বিশ্বাস করে এবংপরকালে বিশ্বাস রাখে- ১, সে যেন তার মেহমানকে সম্মান করে। ২. সে যেন তার প্রতিবেশিকে জ্বালাতন না করে। ৩. সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহামদ)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে