৯ বছরেও চালু হয়নি পাহাড়ি শিশুদের ছাত্রাবাস

বাংলা ট্রিবিউন মাটিরাঙ্গা প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১০:৩১

রাঙামাটিতে উদ্বোধনের নয় বছরেও চালু হয়নি চার কোটি টাকা ব্যয়ে পাহাড়ি শিশুদের জন্য নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ছাত্রাবাস। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে ছাত্রাবাসের আসবাবপত্র। দেয়ালের বিভিন্ন স্থানে ধরেছে ফাটল। এরপরও ছাত্রাবাস চালুর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা।


খোঁজ নিয়ে জানা যায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে দুর্গম পাহাড়ে বসবাস করা পরিবারের শিশুদের জন্য জেলায় ছয়টি ছাত্রাবাস নির্মাণ করা হয়। এর মধ্যে লংগদু উপজেলার আটারকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউখালী উপজেলার চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার কোটি টাকা ব্যয়ে দুটি ছাত্রাবাস নির্মাণ করা হয়। ২০১২ সালে নির্মাণকাজ শেষ হয়। ওই বছর উদ্বোধনের পর শিশুদের খাবারের খরচ নিশ্চিত না হওয়ার অজুহাতে আজও চালু হয়নি ছাত্রাবাস দুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও