শিশু হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া রোগী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০৯:০২

সারা দেশের ন্যায় রাজধানী ঢাকাতেও শীতের প্রকোপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এতে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। গত দুইদিনে রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২০ জন শিশু। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এক রিপোর্টে এ তথ্য জানা যায়।


রিপোর্টে জানা যায়, গত ১৪ দিনে (৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত) নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ শিশু। এর আগে ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ জন শিশু ভর্তি হয়েছিল। আর ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হয়েছে ৩৮ জন শিশু।


এ বিষয়ে জানতে চাইলে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ বলেন, শীতের তীব্রতা বাড়লে শ্বাসজনিত সমস্যা বাড়ে। কুয়াশা ও ধুলাবালির কারণে এই সমস্যা বৃদ্ধি পায়। আমাদের বহির্বিভাগের যারা চিকিৎসার জন্য আসছে তার ৩০-৪০ শতাংশই ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আসে। তার মধ্যে, নিউমোনিয়া, সাধারণ সর্দি-কাশি, ব্রংকাইটিস এবং ডায়রিয়ার রোগী রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও