বিশ্বে প্রথম করোনা টিকার ৪ ডোজ দিতে যাচ্ছে ইসরায়েল
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ইসরায়েল সরকার টিকার চার ডোজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সুতরাং ইসরায়েলই হবে প্রথম দেশ যারা করোনা টিকার তৃতীয় ডোজের পর আরও এক ডোজ দিতে যাচ্ছে। ওমিক্রন ঠেকাতে এ প্রস্তুতি নিচ্ছে দেশটি। খবর বিবিসির।
ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।