নতুন সংকটে কাশ্মীর

প্রথম আলো জম্মু ও কাশ্মীর প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

জম্মু–কাশ্মীরে সৃষ্টি হয়েছে নতুন সংকট। একটি নয়, দুটি। এই জোড়া সংকট সন্ত্রাসবাদীদের তৈরি করা নয়। একটি প্রকৃতির অবদান, অন্যটির জন্য দায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের ২০ হাজার বিদ্যুৎ–কর্মী, যাঁরা গত শুক্রবার থেকে শুরু করেছেন অনির্দিষ্টকালীন ধর্মঘট।


বিদ্যুৎ–কর্মীদের ধর্মঘটের ফলে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব বিদ্যুৎ–সংকট। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোগান্তির এই বোঝার উপর শাকের আঁটি হয়ে চেপে বসেছে প্রবল শৈত্যপ্রবাহ। ডাল লেকসহ উপত্যকায় জমে বরফ হয়ে গেছে সব জলাধার। ফেটে গেছে পানীয় জলের পাইপ। ঘরে ঘরে বাড়ন্ত পানীয় জল। শীতের শুরুতে এমন হাল বহু বছর দেখা যায়নি। একদিকে ঠান্ডা, অন্যদিকে বিদ্যুৎ–সংকট। মোকাবিলায় ডাকতে হয়েছে সেনাবাহিনীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও