 
                    
                    Room Heater: শীতে রুম হিটার ব্যবহার করছেন? সতর্ক না হলে অপেক্ষা করছে মহাবিপদ
                        
                            আনন্দবাজার (ভারত)
                        
                        
                        
                         প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৮:১৬
                        
                    
                বিশেষত শ্বাসযন্ত্রের সমস্যা থাকলে বড়সড় বিপদের কারণ হতে পারে রুম হিটার, জানুন সতর্ক থাকবেন কোন কোন ব্যপারে-
১। হিটারের ভিতরে ধাতব বা সিরামিক কিছু উপাদানকে উত্তপ্ত করে তাপ উত্পন্ন করা হয়। ফলে সংলগ্ন অঞ্চলে বাতাসের আর্দ্রতা যায় কমে। তা ছাড়া অনেক ক্ষেত্রেই বাতাসে অক্সিজেন দহন করে হিটার। ফলে হিটার থেকে বেরোনো বাতাসে কম থাকে আর্দ্রতা ও অক্সিজেন।
২। হিটারের হওয়াতে শুষ্ক হয়ে যায় ত্বক। তা ছাড়াও মাথা ধরা বা বমি ভাবও দেখা দিতে পারে। তৈরি হতে পারে ঘুমের সমস্যাও।
 
                    
                