![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fceo-20211221172321.jpg)
ফারইস্টের সাবেক সিইওকে কোথাও নিয়োগ না দেওয়ার নির্দেশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৭:২১
অনিয়মের দায়ে বহিষ্কার হওয়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহ-কে কোনো বিমা প্রতিষ্ঠানে নিয়োগ না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) আইডিআরএ থেকে এ নির্দেশনা সংক্রান্ত চিঠি প্রতিটি বিমা কোম্পানির চেয়ারম্যান ও সিইও বরাবর পাঠানো হয়েছে।