মুক্তির পরই ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মাত্র দুইদিনেই সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করে ফেলে। তিনদিন পর আয় ছাড়িয়েছে ১৭০ কোটি রুপি। তেলেগুর পাশাপাশি হিন্দিতেও প্রত্যাশার বেশি ব্যবসা করছে।
এমন জয়জয়কারের মধ্যেই কাঁচি পড়ল ‘পুষ্পা’র গায়ে। সিনেমাটির একটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। দর্শকের আপত্তির মুখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। ভারতীয় গণমাধ্যম থেকে খবরটি জানা গেছে।