নিম পাতায় নির্মূল হবে কৃমি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৫:৩৬
আদিকাল থেকেই বিভিন্ন অসুখ সারাতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে। সেই উপাদানগুলোর মধ্যে রয়েছে কিছু ওষুধি গাছও। এর মধ্যে অন্যতম হচ্ছে নিম গাছ। যাস অনেক কঠিন অসুখ থেকে মুহূর্তেই মুক্তি দিতে সক্ষম। এছাড়াও রূপচর্চায় নিম পাতার ব্যবহার খুবই কার্যকর। নিমের ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার।
চলুন এবার জেনে নেয়া যাক নিমের আরো কিছু উপকারিতা সম্পর্কে- কৃমিনাশক পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেটে বড় হয়। চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই। দাঁতের রোগ দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই।