প্রযুক্তি না বুঝলেই বিপদ, আসছে সমাধান
সামিয়া সুলতানা থাকেন রাজধানীর কল্যাণপুরে। সংসারের কাজের ফাঁকে সময় পেলেই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। কিন্তু এখনও প্রযুক্তি ব্যবহারে পুরোপুরি অভ্যস্ত হননি। গত সপ্তাহেই মোবাইল ব্যাংকিংয়ে টাকা খুইয়েছেন প্রতারকের পাল্লায় পড়ে। কারণ তার মোবাইল ব্যাংকিং ও ওটিপি (ওয়ানটাইম পাসওয়ার্ড) সম্পর্কে জানা ছিল না।
অফিসের কাজ সেরে বাসায় ফিরে চার বছরের শিশুটিকে মোবাইলে কার্টুন দেখতে দিয়ে সংসারের কাজ করেন শারমিন আক্তার। ইদানিং বুঝতে পারছেন, শিশুসন্তান মোবাইলে এতটাই আসক্ত যে, সামাজিক বিষয়ে তার কোনও আগ্রহ নেই। শারমিন আক্তারের জানা নেই, একটা শিশুর স্ক্রিনিং টাইম কতক্ষণ হওয়া উচিত।