স্বামীর বয়স ৪২, স্ত্রীর ১০৩
স্বামীর বয়স ৪২ হলেও স্ত্রীর ১০৩ বছর। এ হিসাবে স্বামীর চেয়ে স্ত্রী ৬০ বছরের বড়। তবে এ বয়সের ব্যবধান বাস্তবে নয়। জাতীয় পরিচয়পত্রের ভুলের কারণে স্ত্রীর ছোট হলেন স্বামী। ঘটনাটি পিরোজপুরের স্বরূপকাঠি পৌর শহরের। জানা গেছে, জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিম পেশায় একজন দিনমজুর।
আব্দুল হাকিমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসাবে আব্দুল হাকিমের বয়স দাঁড়ায় ৪২ বছর ৯ মাস ৩ দিন। আব্দুল হাকিমের স্ত্রীর নাম সালমা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে অনুযায়ী সালমার বয়স ১০৩ বছর ১৪ দিন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জাতীয় পরিচয়পত্র
- পার্থক্য
- ভুল তথ্য