গুগল সার্চে সবাইকে হটিয়ে শীর্ষে আফগানিস্তান
২০ বছর যুদ্ধ ও সংঘর্ষের পর চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপর আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয় দেশটিতে। তালেবান আতঙ্কে দেশত্যাগ করতে হাজার হাজার মানুষ কাবুলের প্রধান বিমানবন্দরে জড়ো হন। এই পরিস্থিতিতে টানা দুই সপ্তাহেরও বেশি সময় পুরো বিশ্বের দৃষ্টি আটকে ছিল আফগানিস্তানে।
আর এতেই ইন্টারনেটের সবচেয়ে পরিচিত ও বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল এবং মানুষ কী বিষয়ে জানতে চেয়েছেন তার একটা ধারণা পাওয়া যায়।