৩ ঘণ্টার ব্যবধানে আরও একটি শাপলাপাতা মাছ জব্দ

জাগো নিউজ ২৪ কলাপাড়া প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৩:২৩

পটুয়াখালীর কলাপাড়ায় তিন ঘণ্টার ব্যবধানে আরও একটি তিন মণ ওজনের শাপলাপাতা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় পৌরসভার মাছ বাজার থেকে বিক্রি করার সময় মাছটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল। অভিযানের বিষয়টি টের পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যান। তবে মনির (৩৫) নামের এক ক্রেতার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ও কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, সকালে মহিপুরের এক ব্যবসায়ী মাছটি কলাপাড়া বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। পরে মাছটি টুকরো টুকরো করে কেজি হিসেবে বিক্রির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছটি জব্দ করে। উল্লেখ্য, এর আগে সকাল ৮টায় ওই একই স্থান থেকে পাঁচ মণ ওজনের শাপলাপাতা মাছ জব্দ করে কলাপাড়া উপজেলা বন বিভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও