খালেদার অবস্থার উন্নতি হয়নি

ঢাকা পোষ্ট এভারকেয়ার হসপিটাল ঢাকা প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৩:২৯

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। তবে গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। কিন্তু কতদিন বা কতক্ষণ স্থিতিশীল থাকে বলা যায় না। কারণ তার শারীরিক প্যারামিটারগুলো উঠা-নামা করছে। ফলে যেকোনো মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়া আশঙ্কা রয়েছে।


খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, বিএনপি চেয়ারপারসনের বর্তমানে দুটি বড় সমস্যা রয়েছে। একটি হচ্ছে, তার রক্তক্ষরণ হয়ে হিমোগ্লোবিন কমে যায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্যদিকে আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা আছেই। বর্তমানে ওষুধ দিয়ে তার রক্তক্ষরণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তারপরও মাঝে মধ্যে রক্তক্ষরণ হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও