আমার জন্ম ঢাকা হলি ফ্যামিলি হাসপতালে। জন্মদিন এলে দিনের কোনো এক সময়ে সেখানে যাই। ওই দিন যে শিশু জন্মে, তাকে উপহার দিয়ে আসি। এখন মনে পড়ে, আমি তখন গ্র্যাজুয়েশন করছি। মা আমাকে একদিন হলি ফ্যামিলি হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে গিয়েছিলেন। বললেন, এখানেই তুমি জন্মেছ। আজ এখানে জন্মেছে, এ রকম একটি শিশুকে তুমি উপহার দাও। তার পর একটি শিশুকে উপহার দিলাম। তখন থেকে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। যদিও করোনার কারণে গত দুই বছর সেটা করা হয়নি। জন্মদিনে ওই হাসপাতালের শিশুদের সঙ্গ মিস করছি।
You have reached your daily news limit
Please log in to continue
জন্মদিন কখনও ঘটা করে উদযাপন করিনি: মিমি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন